পথের সাথী

-বিজয় বর্মন

⇔⇔⇔⇔⇔⇔

সিঁদুরের কৌটাটি এখনো আমার হাতের মুঠোয়,

সেদিন আবেগের কাছে হার মানিনি ,

হাতের তালু রক্তবর্ণ লাল ।

তুমি হয়তো ভুলেই গেছো,

কারো হাত ধরে হেঁটে গেছ অনেক দূর ।

শুকনো পাতার মর্মর শব্দে, আমি বিচলিত নই,

ওই যে দূরে ঘূর্ণি বাতাসে পাক খায়,

ধুলোর সাথে আমার প্রেমের পান্ডুলিপি ।

আবার হাওয়া আসার আগেই,

সরিয়ে ফেলেছি ঝরা পাতার স্তুপ ,

আর তাতেই খুলে গেল ব্যর্থ সমাধির কপাট ।

হাজার কবিতা যেন রঙিন প্রজাপতির মত,

ভরিয়ে দিল ঘর,

এবার কবিতার সাথে যাত্রা, হাটি হাটি পা পা,

এ পথ যদি ভুলের হয়,তা হোক না ।

⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

নিবাস -শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ,ভারত। পড়াশুনা- বি.কম,পর্যন্ত। শিলিগুড়ি বাণিজ্য মহাবিদ্যালয়, সাহিত্য কে ভালো বেশে অল্পবিস্তর লেখালেখি করা, জন্ম, কোচবিহার জেলার এক প্রান্তিক রাজবংশী পরিবারে , প্রিয় কবি ও সাহিত্যিকদের মধ্যে রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জীবনানন্দ, শরৎচন্দ্র , বঙ্কিমচন্দ্র , মহাশ্বেতা দেবী,শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, সুবোধ সরকার ও বর্তমানের আরো অনেকে । অবসর সময়ে বই পড়া, লেখালেখি ও গান শুনেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*