দোটানা মন

-পূর্বাশা মিত্র

♥♥♥♥♥♥♥♥

(স্বদেশি ভাবনা থেকে লেখনী প্রদর্শন )

মন আজ বড়ই আকুল

কোনো দিকেই পাই না যে কূল |

পড়েছি যে ধরা

শাসক ভীষণ কড়া ,

দৃঢ় রাখি মনকে ধরে

মুখ আজ খুলবে না যে | 

বিপ্লবীদের অনুপ্রেরণায় , জাগিয়েছে দেশপ্রেম |

কি কোরে দেখাই তাদের আমার এই ব্যর্থ প্রেম |

অত্যাচারের ভীষণ জ্বালা

চেপে রাখি বুকের ভেতর ,

সরবে না তাই মুখের পাথর |

অত্যাচারের নেই কো সীমা

জেরার পর আরো জেরা |

তাই দোটানা মনকে বোঝাই

খুললে মুখ , জীবন বৃথাই |

প্রাণের ভয় করিনা তাই ,

কষ্ট নিয়েই জীবন সাজাই |

প্রতিজ্ঞা আজ দেশের কাছে

ঘটবেই যা ভাগ্যে আছে |

মানে না এই দোটানা মন

শোনে না কোনো মনের বারণ |

সাজিয়েছি তাই মনের দর্পন

মৃত্যুতেই হোক দোটানার অর্পণ |

♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি-

নিবাস :- শিবপুর ,হাওড়া (পশ্চিমবঙ্গ, ভারত) ৮ মাস যাবৎ অনলাইনে বিভিন্ন সংস্থায় , নিউজ চ্যানেল এর ম্যাগজিন , ও বিভিন্ন e magazine , ফেসবুক পেজে এ কবিতা লিখে থাকি ও বিভিন্ন গ্রুপ থেকে সম্মাননা প্রাপ্তি । এছাড়াও আমি একজন আবৃত্তিকারক ও Live Performer ।।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*