অনুভব

– শম্পা ঘোষ

♦♦♦♦♦♦♦♦♦

প্রিয়তমা ,আমি তোমার জন্য

এক মেঘ বৃষ্টি হতে চাই ।

বৃষ্টি হয়ে ঝরে পরবো তোমার বুকে –

টিপ টিপ বৃষ্টিতে দেবো তোমায় ভিজিয়ে

বৃষ্টির অবিরল ধারায় ভিজতে ভিজতে

তোমার পেখম মেলা ময়ূরের মতো নাচ

আর বৃষ্টিস্নাত তোমার স্নিগ্ধরূপ

আমি ছুঁতে চাই ,

আমি তোমার অনুভবে থাকতে চাই

তুমি কি তখন অনুভব করবে আমায়!!

আমি তোমার জন্য

পাগল বাতাস হতে চাই ।

বাতাস হয়ে আছরে পরবো তোমার বুকে –

যখন তুমি থাকবে একলা ছাদের কোনে –

এলোমেলো করে দেবো তোমায়

বাতাসে উড়বে তোমার চুল,তোমার আঁচল ,

আমি ছুঁয়ে যাবো তোমায় ।

আমি তোমার অনুভবে থাকতে চাই।

তুমি কি তখন অনুভব করবে আমায়!!

আমি তোমার জন্য

একটা উজ্জ্বল তারা হতে চাই।

আলো হয়ে ঝরে পরবো তোমার বুকে।

রাতের বেলা যখন তুমি থাকবে ঘুমিয়ে –

খোলা জানলা দিয়ে আলোর কিরণ হয়ে ,

ছড়িয়ে পরবো তোমার উপর ।

কিরণ মাখা তোমার মুগ্ধকর রূপ –

আমি ছুঁয়ে যাবো তোমায় ।

আমি তোমার অনুভবে থাকতে চাই

তুমি কি অনুভব করবে আমায় !!

আমি তোমার জন্য

ভোরবেলার শিশির হতে চাই।

ঘাসের উপর ঝরবো বিন্দু বিন্দু রূপে

যখন তুমি হাঁটবে ঐ ঘাসের উপর দিয়ে ,

তোমার পা দুটো ভিজবে বিন্দু বিন্দু জলে।

আমি ছুঁয়ে থাকবো তোমায় !

আমি তোমার অনুভবে থাকতে চাই।

তুমি কি তখন অনুভব করবে আমায়!!

আমি সব – সবই হতে পারি

প্রিয়তমা,শুধু তোমারই জন্য।

আমি ছুঁয়ে থাকতে চাই

তোমায় ,প্রতিদিন প্রতিক্ষণ ।

আমি তোমার অনুভবে থাকতে চাই।

তুমি কি তখনও অনুভব করবে আমায় ,প্রিয়তমা !!

♦♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি-

শম্পা ঘোষ । হাবড়ার বাসিন্দা । একজন বায়োলজির পার্ট টাইম টিচার । এছাড়া প্রাইভেট টিউশন ও করেন । অবসর সময়ে সামান্য দু চার কলম লেখার চেষ্টা করেন ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*