বরষা রানী
– প্রতিমা পাল
◊◊◊◊◊◊◊◊◊◊
আজি বরষা দিনে
ঝিরিঝিরি বৃষ্টির ঝাপটায়
মৃদুমন্দ পাগল হাওয়ায়
আকাশ পানে চোখ রেখে
ময়ূর ময়ূরীরা নাচ দেখা।
বন্ধ দুয়ার খুলে গিয়ে আজ
উঁকি দেয় দখিনা বাতাস
টুপটাপ বৃষ্টির দানা
পুকুরের জলে পড়ে হয় ষোলআনা
পানকৌড়িরা ডুব দেয় মনের আঙিনায়।
সরু রাস্তা আঁকাবাকা তবুও
ঠিক যেন এক সরলরেখা
গাছেরা যেন আজ সদ্য স্নানাগত
টুপটাপ জলের ফোটা গড়িয়ে পড়া
ঠিক যেন ভেজা চুলের জলের ফোটা।
চারিদিকে নিস্তব্ধ নিরিবিলি
মাঝে মাঝে শালিক পাখিদের কলকাকলি।
সদ্য গজানো চারাগাছ
বুকভরা জলে হাবুডুবু খায়
তবুও মাথা তুলে দাঁড়ায়
একদিন আকাশ ছোবে সেই আশায়,
বুকভরা ভালোবাসা জানিয়ে
বরষা রানীকে স্বাগত জানায়।
◊◊◊◊◊◊◊◊◊◊
কবি পরিচিতি-
প্রতিমা পাল। সোদপুরের বাসিন্দা। ফিলোসোফিতে এম এ। রবীন্দ্র সংগীত চর্চা করেন। নানারকম হাতের কাজ করতে ভালোবাসেন। গল্পের বই পড়তে আমি ভালোবাসেন। বর্তমানে দু-একটা গানের টিউশনি করেন আর লেখালেখি করেন।