ছিন্ন সমাজ

– বিপ্লব দে

⊗⊗⊗⊗⊗

কর্দমাক্ত কৃষকের গায়ে ঘামের গন্ধ বিলীন

কালিমাখা শ্রমিকের গায়ে ধনীর স্বপ্ন রঙিন।

দেশি পোশাক ছিঁড়ে যায়, সুঠাম দেহ বাতাসে শুকায়,

ছেঁড়া প্যান্টে যৌনতা স্বাধীনতার নামে সভ্যতা লুকায়।

সুখ ও জীবনের কারিগর শোক দুঃখে নিমজ্জিত

অবৈধ ফুর্তিতে স্বার্থান্বেষী শোষক সমাজে প্রতিষ্ঠিত।।

⊗⊗⊗⊗⊗

কবি পরিচিত: ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের খোয়াই মহকুমায় 1971 এ জন্ম । বর্তমানে আগরতলায় সরকারি এক ফার্মাসি কলেজে অধ্যাপনায় রত । সাহিত্যে একটি ইংরেজি বই Social Comedy এবং একটি বাংলা কবিতার বই মৃত্তিকা প্রকাশিত হয়েছে ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*