একটি ভুলের জন্য
-তৌহিদা জাহান লিপি
♥♥♥♥♥♥♥♥
আমি জানি, এখনও তুমি আমাকে অনেক বেশী চাও !!
কিন্তু আমার ফিরে আসার পথ যে বন্ধ !! “
আমায় ছেড়ে যাবার সূচনাটিতেই তো তা বুঝেছিলে ——–?
তাহোলে এখন আমি হীনতায় ভালো থাকো ————
আমায় আর পিছু ডেকে কোন লাভ নেই !
কি ভেবেছো?
মায়াবীনি ক্ষমা করবে তোমায় বার বার ??
কিন্তু আমিতো হঠাৎ করেই ভুলে যাবোনা সেই —————
অসময় গুলোর কথা,
যেদিন আমায় কাঁদিয়েছিলে খুব !
” নতুন কাউকে মানিয়ে নিয়েছিলে তোমার জীবনে !! “
তবে তার প্রয়োজন কি ফুরালো আজ ?
অবশেষে অতীতকেই কি মনে হচেছ খুব দামী ?
এই আমিত্বকে কি খুব ভাবাচ্ছে তোমায় ??
আমার বুকফাটা ক্রন্দন শুনোনি সেদিন !
পাষাণের মত রয়েছিলে ————
যেদিন ভালোবাসাহীন ———!
তাই আজও অনুভব কর কি সেই না পাওয়ার যন্ত্রনা ——-?
যতটা কষ্ট আমি পেয়েছিলেম তুমিহীনা !
এখন আমি নিজেকে গুটিয়ে নিয়েছি নিজের মাঝে !
ভুলে গেছি পুরোনো দিনের সেই ইতিহাস !
তোমার প্রয়োজন আমার কাছে
এখন অতি নগণ্য !
সবকিছুই ঘটেছিলো শুধু তোমার একটি ভুলের জন্য ———–!
♥♥♥♥♥♥♥♥
লেখক পরিচিতি :
আমি তৌহিদা জাহান লিপি এস,এস,সি : কামরুননেছা সরকারি বালিকা বিদ্যালয় (ঢাকা) এইচ,এস,সি : বেগম বদরুননেছা মহিলা কলেজ (ঢাকা) মাস্টার্স : ঢাকা বিশ্ববিদ্যালয় ।। আমি বর্তমানে একটি বেসরকারি কলেজে কর্মরত আছি।। কবিতার পাতা পরিবারকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।