কলমের কান্না
-মাই ফেয়ার চৌধুরী
⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒
কলমের কালি জলে জমে কালো মেঘ,
কলমের বুক ছিঁড়ে বোবা কান্নার বেগ।
ছন্দের অন্ত মিলে লিখি কত কথা,
বক্ষের পাঁজরের ক্ষত বিক্ষত ক্ষরণ সেথা।
বিষের বাঁশি বাজে হৃদ পিণ্ডের ব্যথা,
ভাঁজে ভাঁজে নয়তো সুখ বিলাসী পাতা।
হৃদ গহীনে সাদা কাগজে মর্ম কথা গাঁথা,
কষ্টের নীল সাগরে অথৈ জলে ভাসা।
দুঃখ-কষ্ট ভাঙ্গন হাতের রেখায় বাসা,
নিত্য করে খেলা দুর্ভাগ্য তাসের পাসা।
বিষাদের ভীষণ যন্ত্রণায় হারিয়েছি ভাষা।
কঠিন সময় কেটেছে কেউ নেই ফাঁকা!
যেথায় যায় সেথায় ঘিরে ধরে কাঁটা
চলার পথের হয়তো কোন ভুলের সাজা।
জীবন চক্রের লিখন বক্র আঁকাবাঁকা,
তবুও বুকে সাহস লয়ে পথ চলি একা।
⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒
কবি পরিচিতি-
-মাই ফেয়ার চৌধুরী। আগ্রাবাদ সি,ডি,এ,আবাসিক এলাকা, ডবল মুরিং- চট্টগ্রাম।