এ কেমন জীবন?
—শিবানী সাহা
♣♣♣♣♣♣♣
বিশ্বায়নের যুগে বিস্ময় যখন
অপেক্ষা করে চাঁদের আঙিনায়।
কচি কচি চাঁদ মুখগুলো তখন,
আপন খেয়ালে লুটোপুটি খায়…
ধুলোর চাঁদর বিছানো ক্রংকিটের শয্যায়।
অর্ধনগ্ন দেহগুলো কুঁকড়ে গুটিয়ে যায়,
একটু উষ্ণতা পাবার আশায়।
দারিদ্রতার নির্মম খেলা সারা শরীর জুড়ে
বাসা বাঁধে বুকের খাঁচায়।
শৈশব ঝরে পরে নীরবে অকালে,
স্নেহ, ভালোবাসা, প্রতিনিয়ত ব্যঙ্গ করে।
ওদের যে নেই কোনো পরিচয়,
বাবা শব্দের অর্থই জানেনা,বোঝে না
বেড়ে ওঠে ওরা ভিখিরি মায়ের মায়ায়।
বৈশাখী ঝড়,কিংম্বা শ্রাবণ ধারায়, বাঁচার তাগিদে,
আশ্রয় নিতে হয় অট্টালিকার বারান্দায়।
অবজ্ঞা ভরা শাসনের রাঙানো চোখ,
মনের ভেতরে ভয়, আতঙ্ক বাড়ায়।
কোন্ অপরাধের শাস্তি পেতে,
ওরা আস্তাকুঁড়ের পাকে জন্মায়।
দিন আসে দিন চলে যায়…
চোখের কোণে ঘন আঁধার ঘনায়।
স্বপ্নে দেখা স্বপ্নগুলো স্বপ্নের আঙিনায়,
দেখা দিয়ে দূর গগনে মিলায়।
স্বপ্ন পূরনের চাবিকাঠি কভু,
ওদের হাতে ধরা নাহি দেয়।
♣♣♣♣♣♣♣
কবি পরিচিতি-
আমার নাম শিবানী সাহা। বর্তমানে আমি হুগলি জেলার কোন্নগরে বাস করি। আমি একজন গৃহবধূ। কবিতা লিখতে পড়তে ভালোবাসি।
অসাধারণ লেখনী l
শুভেচ্ছা রইলো একরাশ ll