ফুল বিক্রেতা ফুলি

-মালা রানী পাল

♠♠♠♠♠♠♠♠

আমার নাম হইলো ফুলি

পথে পথে ফুল বেচাকেনা করি।

ফুল বেচার জন্য

কাস্টমার দৌড়াইয়া গিয়া ধরি ।

ফুল ক্যান বেচি হেইডা কইলেন তো?

খাইবাম কি ? ফুল বেইচা চারডা

চ্যাল নেওয়ন লাগবো ,

বাপজান যে নাই আমার মইরা গ্যাছে

ক্যাডাই আমাগোর দেখবো ।

মায়ের কতা কইতাছেন

মা তো মাইনসের বাড়ি ভালাই কাম করতাছিলো

হঠাৎ কইরা মায়ের যে

কি শক্ত ব্যামো ধইরা গেলো ?

মায় নাকি কাম করবার পাইবো না

বড় ডাক্তার বাবু কইছে ,

আমি বড় মাইয়া তাইতো এহন আমারে

সংসারের হাল ধরন লাগছে।

আমার আর ক্যাডা আছে কইতাছেন

একডা ছোড বইন আছে

বইনডা ছোড তাই থাহে ঐ 

মায়ের কাছে কাছে ।

কি কইতাছেন আপনে ?

ফুল আমি কোন খান থাইকা পাই

ফুল বেচার ট্যাহা থাইকা

ফুল কিনার জন্য ট্যাহা রাইখা দেই ।

আমাগোর দুহের কতা আপনেরে

আর কি কমু ?

কাইলকা আবার ফুল কিইনা বেচনের লাইগা

পথে পথে বাইর হমু ।

কি কইলেন? আবার কন

আমারে হোটেলে নিয়া ভালা খাওয়াইবেন

না ভাই আমার মা বইন উপাস রইছে

তাড়াতাড়ি বাড়িত যাইতে দ্যান ।

পাঁচশো ট্যাহা দিতাছেন আপনে আমারে

এই কয়ডা ফুল নিয়া

না ভাই এত ট্যাহা আমি চাই না

খুশি আমি থাহুম আমার বিশ ট্যাহা পাইয়া ।

ফুলি বিশ টাকা নিয়ে একটা নিমিষেই

উধাও হলো,

অনেক দুর পর্যন্ত চোখ রাখলাম

তাকে দেখা নাহি গেল

♠♠♠♠♠♠♠♠

কবি পরিচিতি-

মালা রানী পাল,চাকরি ঃ পরিবার পরিকল্পনা বিভাগ, শেরপুর জেলা, বাংলাদেশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*