কোন রং এ রাঙাবো
-অদিতি প্রামানিক
♥♥♥♥♥♥♥
অনেক প্রতিক্ষার হলো অবসান
হলো অনেক বেদনার প্রহর শেষ,
তোমার সাথে হলো দেখা আমার
আমিও আবাক হয়ে দেখলাম।
বুঝিনি কখনও পাবো আমি তোমায়
আবার হবে দেখা কোন সময়,
হয়তো বিধাতার এটাই ছিল মনে
দেখা সে করে দিল তোমার সনে।
আমি বললাম তোমায় আছো কেমন
ভুল করে কি আসলে এপথে এমন,
তুমি বললে পুরানো ছবি ভাসলো মনে
তাইতো এলাম চলে আমি এইক্ষনে।
বললাম আমি কতটা বদলে গেছ তুমি
নেই তোমার সেই চমকানো মুখের চাউনি,
হেসে বললে তুমি বেশ ভালোই বলেছো তুমি
তুমি হীন আমি সেযে নিছকই কলের পুতুলখানি।
অবাক হয়ে শুনছি আমি তোমার পানে চেয়ে
তুমিও কেমন মুগ্ধ হয়ে বলছো কথা চেয়ে,
বললে তুমি অনেক বেশি আমি কি বদলে গেছি
তুমিও কি একই আছো একটুওকি বদলাওনি।
অনেক ভেবে দিলাম আমি তোমার কথার জবাব
যতই খুঁজি ছলনা তার হয় যবড়ই অভাব,
বললাম আমি আছে সবই ঠিকি আগের মতো
মনের রং এ দেখো যদি তুমি তা নিজের মতো।
মনের রং ই আসল রং যদি বোঝা যায়
মনের মতো মন দিয়ে যদি সেটা খোঁজা যায়,
বেদনার প্রহর শেষে আসে রাঙা ভোর
কষ্টের বন্ধ দুয়ার ভেঙ্গে খুলে দেয় তার ডোর।
এমন ভালোবাসাকে কোন রং এ বলো রাঙায়
মনের গোপন বেদনাকে নতুন রং এ সে জাগায়,
এমন করে চিরদিনি বাসবো ভালো দুজন
সুখে দুঃখে চিরকাল রইবো আমরা সুজন।
♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
কবি অদিতি প্রামানিক।জন্ম রাজবাড়ি জেলায়। পিতা অখিল প্রামানিক মাতা কল্পনা প্রামানিক। মাধ্যমিক ১৯৯৯,উচ্চ মাধ্যমিক ২০০২,এম,এস,সি ২০০৮।বর্তমানে এক কন্যার জননী।স্বামীর নাম তরুন বৈদ্য। কর্মে গৃহিনী।শশুর বাড়ি জেলা মাগুরা।