স্মৃতিপটে

– প্রীতি কণা বিশ্বাস

♥♥♥♥♥♥♥

বন্ধন একটা মধুর সম্পর্ক

হোক না সে মমতার,

নয়তো বন্ধুত্বের,,

কিংবা… প্রেম…ভালোবাসার!

কিছু সম্পর্ক ফিঁকে হয়ে যায় মনের অজান্তে উদাসীনতায়!

কিছু বন্ধন ছিঁড়ে যায় শুধু নৈঃশব্দে,

কিছু প্রেম দেয় আত্মাহুতি

না ছোঁয়া অভিমানে…!

শুধু জীবনতরী বয়ে চলে…

একাকী নদীর বাঁকের মতো,

বুকে নিয়ে রক্ত বন্যা

বাসি স্মৃতিপটে !!

হয়তো আবার কখনো

দুই তীরে বসতিবাধা দু’জন

মনজমিনে গুমরে গুমরে কাঁদে,,

আর স্মৃতিগুলো বুকে নিয়ে…

ফিরে যায় সেই অতীত কল্পনাতে!

মাঝখানে অনেকটা সময় বয়ে যায় নিরবে,

নিঃশব্দে…

একটা সময় অনাকাংঙ্খিত হাতের স্পর্শে,

সেই ভালবাসার বীজ রোপন করে অন্য কেউ!

প্রশ্ন শুধু একটাই…..??

সত্যিই কি পেরেছিলো

মনজমিনে বসতিবাধা

দু’জন সবটুকু ভুলতে….?

জানি উত্তর নেই…?

নিরবতায়, নিঃশব্দে, পরিপূর্ণ সবদিক,,

সব স্পর্শের….

সব মুহূর্তের…..

সব প্রতিশ্রুতির…..

সবকটি চুম্বনের….

শুধু ছুঁয়ে ছুঁয়ে থাকা সব স্পর্শ ,

সব শব্দরা আজ কাল্পনিক….!!

♥♥♥♥♥♥♥

কবি পরিচিতিঃ

কবি- প্রীতি কণা বিশ্বাস। আমি ০১/০৬/১৯৬৯ খ্রিঃ ভোলা জেলার পি,টি,আই রোডে বসবাসরত একটি হিন্দু সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করি। আমার পিতার নাম- স্বর্গীয় পরিতোশ চন্দ্র বিশ্বাস এবং মাতার নাম- স্বর্গীয় আরতী রানী বিশ্বাস। তবে সার্ভিসের সুবাদ আমার ছোটবেলা কাটে পিরোজপুর জেলায়। পিরোজপুর সরকারী কলেজে লেখাপড়া শেষ করে সার্ভিস লাইফে পদার্পণ করি। তারপর বৈবাহিক সূত্রে আবদ্ধ হই। আমার একটি মাত্র কন্যা সন্তান । বর্তমানে আমি সার্ভিস করছি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন পজীক, অভয়নগর, যশোর জেলায়। সার্ভিসের পাশাপাশি একটি বেসরকারী অন লাইন টি,ভি চ্যানেল -৭ বিডি.কম, খুলনা জেলার ক্রসপন্ডেন্ট এর দায়িত্ব পালন করছি।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*