স্বাধীনতা তুমি
– সৈয়দুল ইসলাম
∧∧∧∧∧∧∧∧
স্বাধীনতা তুমি মায়ের কোলে
সাহসী খোকার আসন,
স্বাধীনতা তুমি সাতই মার্চের
অগ্নি ঝরা ভাষণ।
স্বাধীনতা তুমি মুজিবের কণ্ঠ
নবচেতনার জয়,
স্বাধীনতা তুমি মায়ের হাসি
ভোরের সূর্যোদয়।
স্বাধীনতা তুমি মুক্ত ভূমিতে
উড়ন্ত বিজয় নিশান,
স্বাধীনতা তুমি ভোর বিহানের
পাখির কলতান।
স্বাধীনতা তুমি স্বপ্নে দেখা
একটি সোনালী দিন,
স্বাধীনতা তুমি গৌরবের ধন
ভাবনায় সীমাহীন।
স্বাধীনতা তুমি কবির কলমে
বিদ্রোহী কবিতা গান,
স্বাধীনতা তুমি লাখো শহীদের
রক্তের অবদান।
∧∧∧∧∧∧∧∧
কবি পরিচিতি-
কবি মোঃ সৈয়দুল ইসলাম। পিতার নাম: মোঃ মাহমদ আলী এবং মাতার নাম: মোছাঃ গুলনেহার বেগম। কবি সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হাসারচর গ্রামে জন্ম গ্রহণ করেন। সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে তিনি বিএসসি পাশ করেন। কলেজ জীবন থেকেই কবি কাব্য জগতে নিজেকে মনোনিবেশ করেন। বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিনে কবির গল্প এবং কবিতা প্রকাশিত হয়েছে। দৈনিক সুনামকণ্ঠ পত্রিকায় কবির প্রথম প্রকাশিত কবিতা ‘ স্বাধীনতা তুমি ‘ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত হয়। কবির কয়েকটি যৌথ কাব্যগ্রন্থও রয়েছে। যেমন- সোনালী সূর্য, কবিতার রাহবার, স্বপ্নের ডাক বাংলা, মানবতার আয়না এবং বাংলা আমার মায়ের ভাষা। সকলের দোয়া আর আশীর্বাদ নিয়ে কবি এগিয়ে যেতে চান।