প্রেম ও বৃষ্টি
– রঞ্জন ঘোষ
♥♥♥♥♥♥
গ্রীষ্মের দাবদাহে ধরিত্রী হয় উষ্ণ,
সবকিছু হয়ে ওঠে অসহ্য জীবনে।
তারপর বর্ষার আগমনে জাগে,
আনন্দের প্রবল জোয়ার মনে।
সে এক অপূর্ব স্বর্গীয় অনুভূতি,
যা যায় না এক কথায় বর্ণনা।
চোখের সামনে বর্ষারানীকে দেখার,
অনায়াসে করা যায় কল্পনা।
টুপ টুপ করে বৃষ্টি পড়ার শব্দ,
যা শুনতে ভারি সুন্দর লাগে,
প্রথম বৃষ্টির জল গায়ে পড়তেই,
এক অদ্ভুত অনুভূতি মনে জাগে।
বৃষ্টির অনুভূতি আর বর্ণনা,
যতোই বলি শেষ হয় না।
জীবনের প্রথম প্রেমের অনুভূতি,
বৃষ্টিতে না ভিজলে আসেনা।
♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
আমি রঞ্জন ঘোষ, দক্ষিণ কলকাতার বেহালায় থাকি। নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করি। কবিতা আমার প্রথম প্রেম। কলেজ লাইফের আগে থেকে কবিতা লেখা শুরু। এ বছরে অনেকগুলো বইতে আমার লেখা প্রকাশিত হয়েছে। আমি প্রধানত কবিতা, হাইকু, লিমেরিক এ ধরনের লেখা লিখি।