শুধু স্বার্থের জন্য

-সত্যজ্যোতি রুদ্র

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

প্রিয়া শুধু চোখটি রাঙে

প্রায়শই সে মনটি ভাঙে

গয়না শাড়ির জন্য,

শতেক রকম তালবাহানা

হরেক রকম ধরে বায়না

শুধু স্বার্থের জন্য।

সন্তানেরে মাথায় রেখে

যতন করে আদর মেখে

মা-বাবা হন ধন্য,

একদিন অনেক বড় হবে

বংশের গৌরব রক্ষে তবে

শুধু স্বার্থের জন্য।

ব্লাড রিলেশান তুচ্ছ করে

ধন -সম্পত্তি খাবলা করে

আইন করে অমান্য,

হামলার উপর হামলা করে

অত্যাচারীর পথটি ধরে

শুধু স্বার্থের জন্য।

অর্থের লোভে ইজ্জত ছাড়ে

দোষটি চাপে অন্যের ঘাড়ে

দেহ করে পণ্য,

প্রেমের মূল্য কি তার কাছে

লোলুপতায় হৃদয় নাচে

শুধু স্বার্থের জন্য।

নকল প্রেমিক হৃদাসনে

হৃদয় নাড়ে আপন মনে

প্রেম বেসাতী পণ্য,

মনের বনে পশু বেড়ায়

রঙবেরঙের ছড়ি ঘোরায়

শুধু স্বার্থের জন্য।

হিসেব মতো আদায় করে

ভাগিয়ে নেয় দু’হাত ভরে

তোষামোদি গণ্য,

গলায় গলায় ভাবটি রাখে

গায়ে পড়ে বুকে মাখে

শুধু স্বার্থের জন্য।

উচিত কথা বলতে গেলে

দুদিন পরে ভরবে জেলে

উপায় নেই যে অন্য,

বলেনা কেউ লম্বাটে সাপ

ব্যঙটা খাটো সে পরিমাপ

শুধু স্বার্থের জন্য।

ধর্ম ন্যায়ের পথিক হয়ে

কৃষ্ণ পার্থের পক্ষ নিয়ে

বাজলো পাঞ্চজন্য,

কুরুক্ষেত্রে যুদ্ধ বাঁধে

কুরুবংশ দুষ্টের ফাঁদে

শুধু স্বার্থের জন্য।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবি পরিচিতি-

সত্যজ্যোতি রুদ্র (সহকারী শিক্ষক) পোস্ট অফিস –চকরিয়া, উপজেলা — চকরিয়া, জেলা–কক্সবাজার, বাংলাদেশ সঙ্গীত পরিচালক–‘ স্বরলিপি’ মিউজিক সেন্টার।(ইউনিট ১-২) গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী, (বাংলাদেশ বেতার ও টেলিভিশন) পিতা– প্রয়াত ব্রজেন্দ্র মোহন রুদ্র (শিক্ষক)

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*