অমর প্রেম

-সাক্ষর

♥♥♥♥♥

অনেক প্রশ্নের সম্মুখীন আমি,

উত্তর কি আছে জানা নেই।

নীরবতা তে পারলে জেনে নাও,

তোমার অপেক্ষায়

দাঁড়িয়ে আমি ফাঁকা প্ল্যাটফর্মে,,

আসে না শুধু..

তোমার সেই কামড়ার ট্রেন

মান‌ অভিমানে দাঁড়িয়ে আমার মন

তোমাকে পাওয়ার আশায় মশগুল সারাক্ষণ

অপেক্ষায় থাকি

কখন আসবে সেই চেনা রিংটোন!!

অতি সাধারণভাবে তোমাকে চাই

তাইতো তোমার জন্য বদলেছি নিজেকে

শেষ করেছি আমার আমি কে।।

হয়ে থাকবে ইতিহাস আমাদের এই সম্পর্ক

হাজার মুখের ভিড়ে খুঁজেছি তোমায়

করবো না ‌নষ্ট এই জীবনের অঙ্ক

ব্যস্ত সময় এর অছিলায়

আটকে আছে না ‌বলা সব কথা,,

দু’চোখে দেখা স্বপ্ন আজও

তুলে রেখেছি যত্নে

আমাদের সেই ভালোবাসার পাপড়ি‌

মনের গোপন কুঠুরিতে

বন্দী আছে গোপন কথা

সঙ্গে হৃদয়ের অজানা ব্যথা

আবেগ গুলো কড়া নাড়ে হৃদয়ের দরজায়

বাস্তবতার পরাজয়ে আমি নিরুপায়।

সময়ের সঙ্গে পরাজিত হয়ে স্বপ্ন দেখি,,

সেই আমাদের হলুদ দেওয়ালে

যেখানে স্বপ্ন গুলো ‌হাতছানি দেয়।

আমার কষ্ট গুলো শুধু তোমাকে বলতে চাই

জীবনের শ্রেষ্ঠ সম্পদ তুমি,

তাই তো শুধু তোমাকে চাই

আমার চোখের বৃষ্টিতে ধুয়ে দিতে চাই

তোমার ‌সব চোখের নীচে জমা কালো‌দাগ,

তোমার মনের ঘরে

আমাকে রেখে হতে দাও‌ প্রেমেতে বরবাদ।।

♥♥♥♥♥

কবি পরিচিতি-

নাম -সাক্ষর, ধাম-বীরভূম, পশ্চিম বঙ্গ, ভারত। ভালোবাসি কবিতা। লিখতে ভালো লাগে নতুন নতুন মানুষের সঙ্গে মিশতে তাদের কথা শুনে নিজেকে শিখতে

4 thoughts on “অমর প্রেম -সাক্ষর

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*