আমি এক নারী

– পুষ্প সরকার

∴—∴—∴—

আমি শিক্ষিত এক নারী,

সংসার সামলে প্রতিদিনই আমি

অফিস বাড়ি করি।

আমি স্বল্প শিক্ষিত নারী,

দিনের বেলা ঘর সামলাই রাতে “নাইট স্কুল ” করি।

আমি অসহায় এক নারী,

অভাব ঘোচাতে লোকের বাড়ি

ঘুরে ঘুরে কাজ করি।

আমি অবলা এক নারী,

সংসারের সব কাজই আমি

মুখ বুজে শুধু করি।

আমি অতি সাধারণ নারী

অন্ন যোগাতে গুদামে বসে

রোজ রোজ চাল ঝাড়ি

আমি স্বামী হারা এক নারী,

সন্তান মানুষ করতে রোজ

স্টিয়ারিং হাতে ধরি।

আমি শ্রমিক এক নারী,

মাথায় নিয়ে ইটের বোঝা

পাকাবাড়ি কতো গড়ি।

আমি অবহেলিত এক নারী,

পণের দায়ে কতো অপমান

নীরবে সহ‍্য করি।

আমি মূর্খ এক নারী,

মিষ্টি কথায় টিপসহি দিয়ে

সম্পত্তি হাতছাড়া করি।

আমি দুঃখী এক নারী,

সন্তান মানুষ করেও শেষে

বৃদ্ধাশ্রমে বাস করি।

আমি স্বার্থপর এক নারী,

আপনজন ফেলে,নিয়ে স্বামী ছেলে

ধীরে ধীরে কেটে পরি।।

আমি অতি চালাক এক নারী,

চালাকির দ্বারা কতো কি বাগাই

কতো কি চেষ্টা করি।

আমি মহীয়সী এক নারী,

নিবেদিতা আর টেরেসার মতো

সমাজের সেবা করি

আমি ধর্ষিতা এক নারী,

কলঙ্ক থেকে মুক্তি পেতে

আত্মহত‍্য‍ করি।

∴—∴—∴—

কবি পরিচিতি-

নাম – পুষ্প সরকার নিবাস – উত্তর বঙ্গের জলপাইগুড়ি আমি গৃহবধূ। পছন্দ :- তবলা বাজানো, স্টুডেন্ট পড়ানো, সংসার সুষ্ঠুভাবে পরিচালনা, বই পড়া, আবসরে লেখালেখি করা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*