মেঘে ঢাকা মুখ 

– সন্দীপ চট্টোপাধ্যায়

⊗⊗⊗⊗⊗

এত এত আব্দার রাখি কোথা

আকাশ তো মেঘে ঢাকা ?

তারাদের গুঞ্জন মুখরোচক ,

পন্থী হতে আর মন চায় না বোধহয় ।

পিছনের সারিতে লম্বা ফর্দ অপেক্ষা করে

ঢেকুর তুলতেও ভয় হয়

পাছে কেউ লিখে রাখে ।

চোখে চোখে বোঝাপড়া

অথচ মুখে মুখে প্রতিবাদের সুর ,

ঝরা পাতায় ঠিকানা লেখা

যে পারে উড়িয়ে নিয়ে যাক ।

প্রজাপতির ডানা তোমায় দিলেম ছুটি

তোমার রঙে ঝাপসা মাদকের মুর্ছনা

রোমান্স করতে আজ আর গিটার

বাজে না জলসা ঘরের ঘুঙুরে ,                                                                                                                  

বড় বাবুর লাল চক্ষুর আস্ফালন

স্পর্ধা ছাড়িয়ে গেছে

মেঘলা আকাশ জুড়ে কখন যেন ।

⊗⊗⊗⊗⊗

কবি পরিচিতি-

নাম- – সন্দীপ চট্টোপাধ্যায়, জন্মস্থান – – মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লকের বর্ধিষ্ণু জনপদ কাগ্রাম । দক্ষিণে বর্ধমান জেলার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জন্মভিটে ও উত্তরে ভাষা সহিদ আবুল বরকতের জন্মস্থান । লেখা লেখি – – শৈশব থেকে ।স্কুল ও কলেজ ম্যাগাজিনে প্রকাশিত কবিতা । নিজের সম্পাদনা পত্রিকা ‘কঙ্কণ ‘। বর্তমানে একজন গ্রামীন সম্পদ কর্মী ও গৃহশিক্ষকতার ফাঁকে লেখালেখি ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*