কৃষ্ণচুড়া ফুল

– মিলাদ হোসেন

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

বসন্ত এসেছে সুখবার্তা নিয়ে

শিমুলগাছে ফুটছে শিমুল ফুল

কোকিলের কুহুতানে

মনে লাগে দোল।

মন রাঙাতে এসেছে ঋতুরাজ

ফাগুনের গান গেয়ে

আসনি কেন বন্ধু তুমি

সুখের বার্তা নিয়ে ।

গ্রীষ্ম গেলো বর্ষা গেলো

গেলো শরৎ হেমন্ত মৌসুম

শীতের হাওয়ায় দেয় যে দোলা

তুমিহীনে আসেনা দুই চোখে ঘুম।

ঋতুগুলো সব পেড়িয়ে যায়

পাইনি তোমার কুল

ঝরে যাচ্ছে কৃষ্ণচুড়া

ঝরছে শিমুল ফুল

অপেক্ষাতে গুনছি প্রহর

আসবে কখন বন্ধু তুমি

হাতে নিয়ে একগুচ্ছ

কৃষ্ণচুড়া ফুল।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবি পরিচিতি-

মিলাদ হোসেন, মমরোজপুর, মৌলভীবাজার,একজন মননশীল ক্ষুদে লেখক। ,মনের আবেগ থেকেই লেখালেখি এবং লেখনির মাধ্যমে তা প্রকাশ করা। ইতিপুর্বে হৃদকাব্য নামে একটি কবিতার বই প্রকাশিত হয়েছে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*