হৃদয়ের গহীনে -রীনা ♥♥♥♥♥♥♥ এখন আর ভালোবাসিবার নাহি অবসর, জীবনের অভিজ্ঞতায় জেনেছি কে,,বা আপন কে,বা পর। সময়ের স্রোত ধারায় কখনো বা মিশে যেতে হয় হৃদয়ের গহীনে জমানো কথা থেকে যায় হৃদয়। এখন আর ভালোবাসি বার নাহি অবসর, বড় অচেনা লাগে চারপাশের সবাইকে যেন মনে হয় অচেনা এ অম্বর। স্বার্থে আঘাতে মনুষত্ববোধ ক্ষতবিক্ষত হয়। নীতি আদর্শের […]