মায়ের মহিমা -রঞ্জন ঘোষ ∼∼∼∼∼∼∼∼∼ পুজোর ক’দিন আম বাঙালি, ছিলো সবকিছু তারা ভুলে, হিংসা ঘৃণা আর মান অভিমান, তারা রেখেছিলো শিকেয় তুলে। আনন্দ আর ভালোবাসায় সবার মন ছিলো ভরপুর, খুশির আবহাওয়ার কাছে, তখন পালিয়ে ছিলো অসুর। দিনকটা সবার কেটে গেলো, মনের সকল দুঃখ কষ্ট ভুলে, বুঝতে তখন পারেনি কেউ, এই অসাধ্য সাধনের কে ছিলো মূলে? […]