শরৎ এলো -নুপুর বিশ্বাস ≅≅≅≅≅≅≅≅≅≅≅≅ শরৎ এলো কোথায় শরৎ? মাছ ধরতে- নামলো ভরত, ভিজলো জলে মাখলো কাদা, কাঁশের বনে ফুলেরা সাদা, ফুটেছে আরো শিউলি জুঁই, ভোরের শিশিরে ভিজে মনভূঁই, ছুঁয়েছে হৃদয় গোপনে কেউ, নদীর বুকে উছলায় ঢেউ, ও নদী তুই- কোথায় যাস? কোন অজানায়- কারপানে ধাস? নে না আমায় সঙ্গে তোর, তোর বুকেতেই হোক না […]