অহংকার -রঞ্জন ঘোষ ⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃ মেঘের আড়াল থেকে অবশেষে সূর্যদেব দিলো উঁকি, সূর্যদেবকে মনে হলো মিচকে মিচকে যেন হাসছে, যেন তিনি বলছেন, কি আমাকে আর ঢাকবে তুমি? মেঘগুলোকে মনে হলো যেন ঠোঁট ফুলিয়ে কাঁদছে। কতক্ষণ আর আড়াল করে বলো রাখবে তাকে? তাকে আড়াল করে পৃথিবী করেছিলে অন্ধকার, গর্বে তোমার বুকটা তাই ফুলে গিয়েছিলো তখন, গর্জন করে […]