ব্যাথীত হৃদয় মাঝে -আবুল হাসমত আলী ∈∋∈∋∈∋∈∋∈∋∈∋∈∋∈∋∈∋ দিনগুলি তো হারিয়ে যায়, হাজার দিনের মাঝে; ঠাকুমার সেই রূপকথা তো, শুনতাম সকাল সাঁঝে। হাঁটি হাঁটি পা পা করে_ গেলাম আমি স্কুলে; প্রাইমারির পর হাই স্কুলেতে, গেলাম রাজার হালে। বন্ধুবান্ধব নতুন জগৎ, সবই পড়ে পিছে; হয়ে পড়ি কর্মব্যস্ত, অতীত হয় যে মিছে। এখন কেবল খেটে খাওয়া, নির্বাকভাবে দেখা; […]