শরৎ এলো -গোলাপ মাহমুদ সৌরভ ≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡ মন প্লাবনে শরৎ এলো সাদা কাশবনে, মেঘ বালিকা যায় হেঁটে তাকায় ক্ষণেক্ষণে। সবুজ মাঠে শরৎ এলো এলো নদীর ঘাটে, সবুজ ঘাসে শিশির কণা শরৎ এলো মাঠে। শরৎ এলো কাশবনে সাদা ফুল ফোটে, শরৎ এলো মনের মাঝে হাসি রাঙা ঠোঁটে। স্নিগ্ধতা আজ মন হারায় শরতের কাশফুলে, গাছে গাছে শরৎ এলো নানান […]