আসছে নববর্ষ -রূপালী গোস্বামী ♦♦♦♦♦♦♦♦♦ আকাশটাতে নীল ধরেছে, ধোঁয়া শীতল হাওয়া, বৃষ্টিরানী সব দিয়েছে আর কিছু নেই চাওয়া, নববর্ষের সুর বেজেছে, শিশিরে ভেজা ঘাসে, আকাশ বাতাস ভরিয়ে দিল নববর্ষের আনন্দে। নতুন বছর আসছে ঘরে আর নেই বেশি দূর, চারিদিকে ঝলমলিয়ে সোনালী রোদ্দুর। বাঁকা নদীর ঢেউয়ের ছন্দে যাদের ছবি ভাসে, নববর্ষে তাদের গলায় ভাটিয়ালি গান ভাসে […]