মায়ের মুখ -আব্দুল হামিদ সরকার ⇒⇒⇒⇒⇒⇒⇒ খুবটি করে মনে পড়ে, ফজর পড়ে মিষ্টি ভোরে। মায়ের ঠোঁট রাঙ্গায় কিসে, উল্কিতে পান পিষে। মুখখানা তার জাদুর কাঠি, চৈত্রের যেন শীতল পাটি। সাম্যের গান ঠোঁটে ঠোঁটে, মানবতা তার মানস পটে। এখনও খুব মনে পড়ে, জায়নামাজে জিকির করে। প্রাতঃভ্রমনে জুড়াত প্রাণ, মা পড়তেন পাক কুরআন। জীর্ণ দেহ স্বচ্ছ মন, […]