চৈতালি -সত্যজ্যোতি রুদ্র ♦♦♦♦♦♦♦♦♦♦ চৈতি লগন রয়েছে মগন রঙিন পাখনা মেলে, রঙের বাহারে কী রূপ আহা রে! রূপের পসরা ঢেলে। দখিনা হাওয়া করিছে ধাওয়া উষ্ণে-শীতলে মেশে, সুনীল কায়ায় পাহাড় ছায়ায় সবুজ আঙিনা ঘেঁষে। প্রকৃতির সাজ সঙ কারুকাজ সবুজ গালিচা ঢাকা, বন বনানীর রূপ লাবণির নিটোল মূরতি আঁকা। রবির প্রভায় কিরণ শোভায় সান্ধ্য লগনে সাজ, লালিমার […]