সুখ -সুতপা ব্যানার্জী(রায়) ⇔⇔⇔⇔⇔⇔ দূরের দেওয়ালটা দৃষ্টিপথে ক্রমশ অদৃশ্য, একদিন ছিল ভীষণ যন্ত্রণার কারণ, আজ মনেও পরে না,ছিল কি কিছু? বিভেদের অসাড় অনুভূতি রিক্ত করেছে, সর্বনাশা শোকগুলো আছড়েছে হয়তো, রক্তক্ষরণ আজ শুধু সাদামাটা গল্পকথা, অথচ তখন ভীষণ প্রাসঙ্গিক আজকের অতীত, তারপর সোজা মেরুদণ্ডের স্বাভাবিক বাঁচা, সব অসহায়তা পায়ে দোলে গমনসুখ, ধ্রুবতারার সন্ধানে কত পথ হাঁটা […]