স্বপ্ন আমার -মোঃআরমান হিমেল ♦♦♦♦♦♦♦ স্বপ্ন আমার দেশের তরে,করবো ভালো কাজ। জাত ভেদাভেদ ভুলে গিয়ে,গড়বো এই সমাজ। স্বপ্ন আমার কবি হওয়ার, লিখবো বাস্তব চিত্র। অটল থেকে ন্যায়ের পক্ষে,হোক’না শত্রু-মিত্র। স্বপ্ন আমার শিল্পী হওয়ার,সাম্যের ছবি আঁকি। সপে দিতে প্রাণ দেশের তরে, যেখানেই থাকি। স্বপ্ন আমার দীন-দুঃখীদের,করবো সেবা-যত্ন। প্রতিটি মানুষ আমার কাছে,হীরা-মানিক রত্ন। স্বপ্ন আমার দু-চোখ ভরা, […]