দুষ্ট ক্ষত -মীর সেকান্দার আলী খোকা ∞∞∞∞∞∞∞∞∞∞∞ লড়ায়ের এক নাম বেঁচে থাকা, বেঁচে থাকার আরেক নাম লড়াই। লড়াই ছাড়া পূর্ণ হয় না জীবন, দেশমাতৃকা খুঁজি আমি ও আমরা। জীবনের স্রোত বয়ে চলে, বকুল-গোলাপ ডিঙিয়ে, কৃষ্ণচূড়া ছুঁয়ে কখনো সে সুখ ঝরে পড়ে মৃত্যু উপত্যকায়। বেলাভূমিতে সূর্যাস্ত দেখি, দেখি স্বপ্নগুলো ডুবে যেতে, দেখি,বে’রশিক হাঁসি দেয় দুষ্ট ক্ষত। […]