অদৃশ্য ভয় -কবি আব্দুল হামিদ সরকার ⇒⇒⇒⇒⇒ পৃথিবীর তরে, করোনার ভারে, সমাজ-সভ্যতা আজ নড়-বড়ে। লক্ষ কোটি প্রাণ ঝরে, হতাশা-নিরাশার পদভারে। রোগীকে ফেলে যাচ্ছে প্রিয়-জন, জমে-না আর প্রেম আলাপন। লোকালয়, জনপদ, শহর-বন্দর, আজ কেবলই যেন নিথর। নেই কোলাহল, উপচে পড়া ভিড়, দূরত্বে পথচলা উন্মাদনা অস্থির। অদৃশ্য করোনা থাক তুমি কোথায়? থাক নাকি যথা হেথায়। দমাতে তোমায় […]