মুছে যাক গ্লানি -মোঃ আরমান হিমেল ⊆⊇⊆⊇⊆⊇⊆⊇ মুছে যাক গ্লানি সব,ধুয়ে যাক নিকষ কালো। বৈরীতা সব পিষে যাক,জগত হোক ভালো। হানাহানি নিপাত যাক,শান্তি আসুক ফিরে। ভালবাসায় ভরে উঠুক,জীবন নদীর তীরে। ঘৃণাবোধ চাপা পড়ুক ,সম্প্রীতি ওঠ জেগে। লুটের রাজ্য ভেঙে যাক,কালবৈশাখীর বেগে। লোভের তরী হারিয়ে যাক,অজানা এক দেশে। ন্যায়নীতি ফিরে আসুক,বিবেক ভেলায় ভেসে। জ্ঞানী লোকের মূর্খ […]