যুদ্ধ -মীর সেকান্দার আলী খোকা ∞∞∞∞∞∞∞∞ ৪০ বছর অগ্নিস্ফুলিঙ্গ বন্ধুকের নলে সঞ্চালিত রেখেছি নিজেকে। দেখেছি রক্তে ভেজা তড়পানো লাশ, ভেবেছি যুদ্ধ এটাই। যুদ্ধের ময়দানে ধ্বনিত হয় ভিন্ন একটা শব্দ, ধৈর্য, বুদ্ধিমতায় রণকৌশলে টিকে থাকাটাই যুদ্ধ, যেখানে থাকে না হতাশার কোন লেশ। কষ্টের ঝিলিকে দুলবে পতাকা জয়ের, বাজবে বিনা,সুখের অশ্রু ঝরবে চোখে। যে যুদ্ধ বোঝে যোদ্ধার […]