পুরুষের কন্ঠধ্বনি -কাজী সেলিনা মমতাজ শেলী ≈≈≈≈≈≈≈≈≈≈ যখন সন্ধ্যা নামে শেষও হয়ে যায় সূর্যকরোজ্জ্বল খেলা, অপরাধের বিচার হবে বলছে সাতকাহনের ভাটি বেলা। এ কেমন আঁধার এলো নীড়ে বৈশাখী ঝড়ে, অসহায় পাখিদের অন্তরে শুধু বেদনা বাড়ে। অন্যায়ের বিরুদ্ধে, গর্জে উঠুক পুরুষের কন্ঠধ্বনি, আঁধার ঠেলে, পুরুষ এনেছে ভুবনে আলোর বেণী। দুর্গম পথ অতিক্রম করেছে, শতাব্দীতে পুরুষের চরণ, […]