ভালবাসার বন্দীশালায়

-ওয়াজিউল হক শরীফ

♥♥♥♥♥♥♥

ভালবাসার বন্দীশালায় এসেছিল মোর হৃদয়ের রানী

মনের ক্যানভাসে এঁকেছিলাম সেই প্রিয়তমার ছবি।

দুই ভূবণের দুই বাসিন্দা হয়েছিলাম এক আত্মার আপন

সুখেদুঃখে মান অভিমানে কেটে যায় মোদের জীবন।

জীবনের অনেকটা বসন্ত কেটে গেল দুজনার একসাথে

চাওয়া পাওয়ার হিসেবটা মেলেনি ভালবাসার স্বপ্ননীড়ে।

এক জীবনে পূরণ হয় না সকল স্বপ্নসুখের আশা

যা কিছু দিয়েছি তাই নিয়েই সুখে থাকো মোর প্রিয়তমা।

ইচ্ছে করে পৃথিবীর সব সুখ কুড়িয়ে দেব তোমার কাছে

নিয়তির ঝড়ে ভাগ্যের হাতে সেই সুখ রবে মনের গহীনে।

ভালবাসার সারথি হয়ে ঘুরেছি দুজন কত নগর জনপদ

ক্ষমা কর মোরে দিও না স্বপ্নের ফেরিওয়ালার অপবাদ।

তোমার সাথে চলার পথটি হোক আরও মসৃন সুন্দর

দুঃখসুখের মাঝেও থাকে যেন ভালবাসার আদর।

একই সাথে বাঁচব একই সাথে সাজাবো মোদের জীবন

বেদনার বালুচরে বসে থাকি যেন দুজন আত্মার আপন।

জীবনযুদ্ধের মোহনায় সাজাবো মায়াবী স্বপ্নের মহল

রাজ্যহীন সিংহাসনে বসে গড়বো প্রেমের তাজমহল।

জীবনের বাঁকে বাঁকে দেখেছি কত দুঃস্বপ্নের আওয়াজ

হৃদ মাজারে অমরসঙ্গী হবে তুমি আমার মমতাজ।

♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি-

ওয়াজিউল হক শরীফ ১৯৬৮ সালের ৬ই জুন বাংলাদেশের ঝিনাইদহ জেলার সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের খুলুল বেড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করে বর্তমানে আইনজীবী হিসেবে কাজ করছি।লেখালেখির মধ্যে কবিতা প্রবন্ধ গীতিকার সাংবাদিক হিসেবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রত্রিকায় লেখা হয়।বর্তমান পেশাগত কারণে ঢাকায় বসবাস করছি।জীবনের বিভিন্ন সময় অভাব প্রতিকূলতা পেরিয়ে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে সততার সাথে জীবন অতিবাহিত করছি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*