প্রিয় ফিলিস্তিন
-মনির হোসাইন
↔↔↔↔↔↔
ভয়ানক হতে ভয়াবহ
হোক না যতো ভয়ংকর
ঝড় স্লাইকোন বিজলী চমক
আসুক যতো প্রলয়ংকর।
আধুনিক সব অস্ত্রের মুখে দাঁড়িয়েছে বীর,
মুখোমুখি হবে পাথর হাতে, তবু নোয়াবার নয় শির।
অসম শক্তির রক্তচোখ, মুখ ভরা হাসিতে কপোকাত
এই হাসি ফিলিস্তিন মজলুম নারী পুরুষের হৃদয় বীণার,নিশ্চিত কেটে যাবে রাত।
শতাব্দী হতে শতাব্দী, প্রজন্ম থেকে প্রজন্ম
জীবন দিতে পারি হাসি মুখে, এক আল্লাহ’র জন্য।
অভিশপ্ত যাযাবরের দল, অভিশাপ আজীবন
জগতের সব ঘৃণার মন্ত্রে তোদের হবে মরন।
দয়া করে ঠাঁই দিয়েছি বুকে,
সেই বুকে ছুরি দিলি যে ঠুকে
লালে লাল হলো আকসা জমিন
কি করলিরে নরাধম কমিন?
আমরা পৃথিবীর প্রান্তে প্রান্তে
ছড়িয়ে দিবো শান্তি
মিথ্যার জাল করিবো চিন্ন্য
দুর করে সব ভ্রান্তি।
লক্ষ্য যখন ভালোবাসা রবের
আমার কিসের ভয় তবে?
ষড়যন্ত্র যতই করো, দেখো নিয়ো
আমাদেরই জয় হবে।
↔↔↔↔↔↔
কবি পরিচিতি-
মনির হোসাইন, পিতা শাহ আলম, মাতা শাহেদ বেগম, লক্ষ্মীপুর জেলা সদরের আবির নগর গ্রামে ১৯৮২ সালের ১লা মার্চ জন্ম গ্রহণ করেন।