লবনাক্ত স্বপ্নের বাসর
-বিমান বিশ্বাস
♥♥♥♥♥♥♥
ডুবে গেছে পঞ্চমীর চাঁদ
আঁধারে ঢেকেছে আজ,
ঢেকেছে আজ সমগ্ৰ লীলাভূমি।
ঝাউবনের অন্দরের কোলাহল গেছে থেমে
তাই;
মদির আলোর তাপ আজ চুমু খায়,
চুমু খায় নির্জন সৈকতে ভেসে ভেসে।
সূক্ষ্ম অনুরণনে ভাঙে কোমল ঘুমের আরাম
চেয়ে দেখি;
জ্যোৎস্না ডুবেছে বুঝি লোহিত সাগর কিংবা আরব সাগরের বুকে।
আঁধারের গালিচায় দেখি অভিমানী মেঘ, কুসুম-কোমল বাষ্পের ছড়াছড়ি, ঘাসফুলের সুড়সুড়ি, পাখিদের কুহু রব।
বাতাসের ঘুর্ণন চাপে ঘোরে সুদূরের টারবাইনের পাখা,
লবনাক্ত নোনা জলের আহ্লাদে
ভেজে বিস্তৃত চরাভূমি।
বিনিদ্র রাতের জলের স্পর্শে দ্বিধার দোলাচলে নাচে,
বৃষ্টিতে ভিজে যাওয়া লবনাক্ত ক্ষেতের বাঁধেরা।
নির্জন ঢেউয়ের বুকে ভেসে যায়
ভেসে যায় নিদ্রাহীন ঠোঁট!
জানালায় চোখ রাখি
দখিনা বাতাসে ভেসে যায়, শিথানের অগোছালো এলোমেলো চুল।
খোলা চুলে দুষ্টুমির আঙ্গুলের স্পর্শে টের পাই
ভালোবাসার ঘ্রাণ!
নিদ্রাহীন দু’চোখ খোঁজে অশেষ মুগ্ধতা আর,
অনুভবে জ্বেলে রাখা অশেষ বাসনা।
ইচ্ছের বৃষ্টিতে নেমে আসে,
নেমে আসে নগ্নতার দ্বিধাগ্ৰস্ত দুর্বার ঢেউয়েরা।
নেমে আসে চোখের চাঁদে বন্যার মেঘ,
বাসনার ক্লান্তিতে শরীর যায় ঘেমে
হাসে খিলখিলিয়ে তপ্ত হৃদপিণ্ড।
চেয়ে চেয়ে দেখে শুধু ছলনার গ্লানি আর তোমার উদ্ভাসিত অনুরাগ।
ঝাউবনের ফাঁক গলে আসে নরম সূর্যের আভা,
উদিত সূর্যের প্রতিচ্ছবি জ্বলে ওঠে সাগরের বুকে।
আকাশ হংসীর কন্ঠে হয় ভোরের সাগর উত্তাল।
মুখোমুখি দাঁড়াই
আমি আর আমার স্বপ্নের বাসনা!
♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
আমি বিমান বিশ্বাস। পিতা- স্বর্গীয় নারায়ণ বিশ্বাস, মাতা- শ্রীমতী নির্মলা বিশ্বাস। বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার অন্তর্গত পানিহাটি সোদপুরের নাটাগড়ে। আমি ভূগোলে এম.এ করেছি। আমার লেখালিখির হাতেখড়ি করোনা কালীন সময়ে ০৬/০৪/২০২০ তে। লেখালিখির জগতে আসার পেছনে আমার কোনো মহাকাব্যিক আখ্যান নেই। হয়তো কালের নিয়মে আমার এই জগতে আসা। সেই থেকে আপনাদের ভালোবাসায় মনে যা আসে তাই লেখার চেষ্টা করি মাত্র। বাকিটা আপনাদের আশির্বাদ। আপনাদের আশির্বাদে কবিতা কুটির সাহিত্য পত্রিকা,ভাষাসরিৎ সাহিত্য পরিবার এবং নবজাগরণ সাহিত্য পত্রিকার তরফ থেকে সম্মাননা পেয়েছি। এছাড়াও বাংলাদেশ থেকে দুটো যৌথ কাব্য “মুক্ত আকাশ” এবং “মুক্ত বিহঙ্গ” গ্ৰন্থ প্রকাশ পেয়েছে। কোলকাতা থেকে যৌথ উদ্যোগে “স্বপ্নের উড়ান” কাব্য গ্ৰন্থ প্রকাশের অপেক্ষায়। এছাড়া কিছু লিটল ম্যাগাজিনে কিছু লেখা প্রকাশ পেয়েছে।