জীবন সায়াহ্নে
-মোঃ আবুল কাসেম
⇒⇒⇒⇒⇒⇒
সময় শেষে যাবোই ভেসে
স্রোতের টানে ভাটি,
শেষ অবধি জীবন নদী
পাবে গোরের মাটি।
ভবের মাঝে সকাল সাঁঝে
করছি কতো খেলা,
চলে যখন যাবো তখন
জমবে বড়ো মেলা।
বিধি বিধান মেনে নিদান
পাড় করিবে সবে,
আসলে ভবে যেতেই হবে
কেউ নাহি যে রবে।
জীবন চলে আপন বলে
নদীর গতি ধরে,
ভাটার টানে সবাই জানে
সকল কিছু নড়ে।
প্রাণের আয়ু ফুরায় বায়ু
মিলবে অব’শেষে,
কবর মাঝে ঘন্টা বাজে
যেতেই হবে হেসে।
⇒⇒⇒⇒⇒⇒
কবি পরিচিতি-
কবি মোঃ আবুল কাসেম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবদুল মালেক ও মাতা জহুরা আক্তার খানম। ভাইবোনদের মধ্যে সবার বড় তিনি।বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজীনগর এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। অনলাইনে লেখালেখি করে প্রায় আটশো এর মতো সম্মাননা পেয়েছেন এবং তাঁর সাতটি যৌথ কাব্যগ্রন্থ বেড় হয়েছে।