কষ্টে পোড়া দেহ
-মোঃ আবুল কাসেম
∴∴∴∴∴∴
সর্ব অঙ্গে কষ্টের ব্যথা
বুঝতে চায় না কেউ,
শুধু বলে ধৈর্য্য ধরো
আসবে সুখের ঢেউ।
অন্তর মাঝে ব্যথার পাহাড়
কষ্টে কাতর মন,
চারিদিকে ছড়ায় আছে
কষ্টে গড়া ধন।
সুখের সময় আপনজনে
কাছে কাছে রয়,
দুখের সময় দূরে থাকে
প্রাণে কি আর সয়?
কষ্ট করে আয় করিতে
খেটে মরি রোজ,
দুখের কালে সবাই ভাবে
আমি তাদের বোঝ।
ধন সম্পদের আশা করে
খাটছি সারা ক্ষন,
সন্তান সহ কেউ বুঝলো না
আমার কী চায় মন।
∴∴∴∴∴∴
কবি পরিচিতি-
কবি মোঃ আবুল কাসেম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ আবদুল মালেক, মাতা জহুরা আক্তার খানম। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজীনগর এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি অনলাইনে লেখালেখি করে এই পর্যন্ত প্রায় ১০০০ টি দেশি বিদেশি সম্মাননা অর্জন করেন। তাঁর ইতোমধ্যে ৭টি যৌথ কাব্যগ্রন্থ বের হয়েছে।