সমন্বয়
-রবীন্দ্র নাথ ঘোষ
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
সৃজনের মূল স্তম্ভে প্রকৃতি ও নারী
প্রবহমান স্রোতের সুর সৃষ্টিকারী,
সমাহারে বিপন্ন যে প্রকৃতি ও নারী
মানুষ দুই সত্তার নিজ ধ্বংসকারী,
সভ্যতার আগ্রাসনে মুমূর্ষু প্রকৃতি
লালসার অগ্নিকুন্ডে নারীত্ব আহুতি,
কিভাবে রচিত হবে উন্নত সোপান-
হয়তো সমস্ত স্বপ্ন হবে খান খান !
মুক্ত হবে কবে এই প্রকৃতি দূষণ
বৈষম্য,শোষণ আর তীব্র নির্যাতন,
লোভ-লালসার যবে হবে অবসান-
শুদ্ধ সত্তার যেদিন হবে অভ্যুত্থান,
পৃথিবীর ভারসাম্য ফিরে পাবে প্রাণ
প্রকৃতি ও নারী পাবে দেবীর সম্মান।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি :
কবি রবীন্দ্র নাথ ঘোষ, নিবাস :মেদিনীপুর, পশ্চিমবঙ্গ। বিগত প্রায় এক বছর যাবৎ বিভিন্ন পত্রিকা তথা ওয়েব ম্যাগাজিনে লেখালেখির মাধ্যমে ৮০০-র বেশি সনদ সম্মাননা অর্জন,কবিতা লেখার মূল স্তম্ভ প্রতিবাদী ভাবনা।