ক্ষমা

-আরিফুল ইসলাম সবুজ

⇔⇔⇔⇔⇔

না বলা কথিত কথা

দিয়েছি অনেক ব্যথা!

হৃদয় মাঝে রক্তক্ষরণ

স্তব্ধ হয়ে মৃত্যুকে বরণ!

শূন্যের ঘর পূর্ণ হলো না

এক রাস অভিমান!

প্রতি ক্ষণে দিয়েছে আঁড়ি

মুখ-টা ছিলো বেশ ভারি!

কথিত কথা লুকিয়ে ছিলো

একটি না বলা কথায়!

পারি নি বোঝাতে আজও

আমার প্রেমো ভাষায়!

আমি যে শূন্য,

তুমি করিও ক্ষমা!

⇔⇔⇔⇔⇔

কবির পরিচিতি-

আরিফুল ইসলাম. সবুজ, Clo, মো: ইউনুছ আলী, গ্রাম ~ লক্ষীপুর, ওয়ার্ড ~ ০৫ (পাঁচ), থানা + পোস্ট ~ জীবননগর জেলা ~ চুয়াডাঙ্গা, বিভাগ ~ খুলনা, দেশ ~ বাংলাদেশ।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*