বাঁচতে সবাই চায়
-কমলেন্দু দে
⇔⇔⇔⇔⇔⇔
এই দুনিয়ায় ধনী-গরীব
বাঁচতে সবাই চায়,
যার যা জুটে নিত্যি ভাগ্যে
সেই সে নিত্যি খায়।
ধরতে পারি হয়তো কেউ এক
নিত্যি সুরা খায়,
লক্ষ্য কিন্তু তবু থাকে
বাঁচতে যেনো পায়।
আবার কেউ এক নিত্যি নিত্যি
হয়তো উত্তম খায়,
তারও কিন্তু লক্ষ্য থাকে
বাঁচতে যেনো পায়।
ফারাক শুধু মন-মেজাজের
অন্য কিছু নয়,
ওতে আনে খারাপ যারা
তাদের মনে ভয়।
সুখ-শান্তি আর দুঃখ-জ্বালার
বিভেদ বুঝে কম,
তাই সে তারা সময় থাকতে
ফুরায় তাদের দম।
বিপরীতে যারা থাকে
করে জীবন ভোগ,
সুখ-শান্তি সব বাঁধা থাকে
দূরে যায় শোক রোগ।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
জন্মস্থান ও জন্ম সন – 12 ডিসেম্বর, 1974। করিমগঞ্জ জেলার বদরপুর থানার অধীনস্থ ভাঙ্গা -মির্জাপুর গ্রাম। পিতা শ্রী নৃপেন্দ্র কুমার দে ও মাতার নাম শ্রী মীনা বালা দে। শিক্ষা জীবন নিজ গ্রামের পাঠশালা থেকে শুরু। কর্মজীবনে ব্যবসা হয় চলার সাথী।