ফুলের মত

-দীপু রায়

∴∴∴∴∴∴

ফুলের মতো

মিষ্টি হাসি শিশুটির ,বহুদিন দেখেনি

ঘরে ফিরতে নাপারা আইসোলেশনে ব্যস্ত নার্সদিদি..

ফুলের মতো

সহাস্য প্রেমময়ী মুখশ্রী যে সঙ্গিনীর,

ভুলতে বসেছে, বহুদিন ঘরে না ফেরা

সীমান্তে অতন্দ্র প্রহরী বীর সৈনিক..।

ফুলের মতো

কোমল অনুভূতি, স্নেহ-মাখা পরশ

আজ ভুলে গেছে মা-হারা শিশুটি..।

ফুলের মতো

অকৃত্রিম সৌন্দর্য, প্রকৃতির বুকভরা উজার করা ভালোবাসা,

আজ হারাতে বসেছে পৃথিবী,

বিশ্বায়ণের থাবায়, কংক্রিটের জঙ্গলে..।

ফুলের মতো

স্নেহমাখা সুন্দর সম্পর্কগুলোও আজ কেমন যেন

ফিকে হয়ে যাচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলির ইঁদুর দৌড় প্রতিযোগিতায়..।

তবে আশা জাগে,

মানুষ ভুলেনি তার হৃদয়-বৃত্তি

তাইতো “গান-গাওয়া,ছবি-আঁকা,কবিতা-লেখা”

আজ ফুলের মতোই ফুটে উঠে মানবিক মুখগুলি,

এসো বন্ধু, এসো হে আমরাও সরিয়ে পৃথিবীর জঞ্জাল, মনের কলুষতা মুছে

আমাদের এই জগৎটাকে গড়বো আবার

ফুলের মতোই সুন্দর…।

∴∴∴∴∴∴

কবি পরিচিতি-

*দীপু রায়*, জন্ম ১২ই জানুয়ারি ১৯৯২, পিতা দীনেশ রায়,মাতা স্বর্গিয়া রজবালা রায়, সাম্মানিক স্নাতক(ভূগোল), স্নাতকোত্তর ডিপ্লোমা(গ্রামোন্নয়ন) ঠিকানা: উত্তর রাঙ্গালিবাজনা পোষ্ট: রাঙ্গালিবাজনা থানা: মাদারিহাট জেলা: আলিপুরদুয়ার পশ্চিম বঙ্গ,ভারত পেশা: সামাজিক নিরীক্ষা গ্রামীন সম্পদ কর্মি, মাদারিহাট-বীরপাড়া ব্লক, আলিপুরদুয়ার জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর। নেশা: রকমারি বই সংগ্রহ, সাহিত্যচর্চা, তাৎক্ষণিক বক্তৃতায় অংশগ্রহন।এছাড়াও বিদ্যালয় জীবন থেকেই সাহিত্য চর্চার ঝোক।আজ পর্যন্ত বিভিন্ন পত্র-পত্রিকা,কবিতা সংকলন,ই-ম্যাগাজিন,ওয়েবজিন,ব্লগজিনে ছোটো গল্প,কবিতা প্রকাশিত হয়েছে।নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করাহয়।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*