বিধির বদ্ধ সুখ
-মুঃ আব্দুল করিম খান
⊗⊗⊗⊗
বিধাতার লেখা ললাট খানিতে,
আছে হয়তো কষ্ট বিষম।
সে দান আমি মুছিবার অমূলক চেষ্টা,
করিতে চাহিবার অবান্দা ভাব দেখাইতে পারিব না।
বসুমতীময় স্বচ্ছ বায়ু বহিতেছে অবিরাম অন্তহীন।
ওই যে নদীর জল,সুরুজালোক,চন্দ্রীয় হাসি
এর চাইতে বিপুল বৈভব কীবা হইতে পারে?
আমার আহারে নাহি জুটিল মহা দামী আরও
গুরুপাক খানা।তবে তো মিঠেল পানি,সবুজ শাক
বেশ তো ভোজনে আসিয়াছে!
মিথ্যা বচন আউড়াইয়া, বেইনসাফি বাঁক বকিয়াছি কারে?
সেইতো আমারে সুখোময়ী শান্তির ঘুমে প্রশান্তি দানে প্রতি যামিনীর ভরে।
ব্যথায় বদ্ধ নাহি নাহি বলিয়া, কারে বা দূষিতেছি
জীবন ময়!তাহারে স্মরিয়া কহিননিতো হাঁকিয়া,
তুমি হে প্রাণের পতি জয়।
বিধির বান্দা কীরুপে পাষাণ বনিয়াছি!
তিলেক দন্ড হাসিয়া মিঠেল,তাঁহারে কি কভু
খুঁজিয়াছি?বুঝিবার বোঝা বহিবার যোগ্য নহি।
আমার পূত অন্তর কুঞ্জো দাবায় যেহি শান
বাজিয়াছে নিরন্তর,তাহার সমূদয় বিকিয়েছি
অনায়াশে রঙের সপ্তম বাজারে।
শূন্যতা আর হতাশ্বাস আমার নিত্য যন্ত্রণা।
হইতে পারিবনা সহিবার জন,তাহাতো জানিয়াছেন
মন মহাজন।হাহাকার টুটিয়া,দীঘল খোশে ডাকিয়া বরষ আনো,আপনও নয়নে।
ঠাওর করিতে পারিবে ওহে; কতকটা সুখ বহিয়া চলিতেছে আপন হিয়ার মধ্যি খানেতে।
এবারে নাহি গো দূক,খুঁজিয়া লহো খুঁজিয়া লহো।
বিধির বদ্ধ সুখ।
⊗⊗⊗⊗
কবি পরিচিতি-
কবিঃ মুঃ আব্দুল করিম খান, গ্রাম -রায়নগর,ডাকঘর-নাকোল, থানা-শ্রীপুর,জেলা-মাগুরা। জন্মঃ০৩-১১-১৯৭৮ইং
বাংলাদেশ