নষ্ট ছেলে
-সুজিত ঘোষ
⇔⇔⇔⇔
প্রেমের মানে বুঝবো বলে
তোমার হাতে হাত রাখা
প্রেমের সুধা পান করবো বলে
তোমার সাথে চলা।
প্রথম যেদিন তোমার প্রেমে নিজেকে সঁপেছি
সেদিন বুঝেছিলাম তুমি আমার নও
তুমি নিলাম্বরী চারু প্রেম সর্বনাশী
সর্বনাশ হবে জেনেও তোমার তরে সঁপি ।
প্রতি রাতেই তোমার প্রেমে পরি
তোমার লাজুক চোখ হয়ে যায় অগ্নিগিরি
নিজেকে হারিয়ে সর্বনাশের খেলায় মেতে উঠি
সর্বনাশের খেলায় হই আমি লুঠ।
আটকে গেছি তোমার সপ্ন জালে
দিশেহারা হয়ে খুঁজি পথ
পথের দেখা পাইনি আজো
প্রেমের ব্যারিকেডে আটকে গেছি।
শাশ্বত প্রেমে নয়, পড়েছি নিশাচারীনির প্রেমে
প্রেমের জ্বালা বুঝেছি তোমার তরে
নিজেকে পারিনি ফেরাতে তোমা হতে
নষ্ট ছেলের পরিচয়ে পরিচিত আমি।
⇔⇔⇔⇔
কবি পরিচিতি:
সুজিত ঘোষ, নাটোর জেলার শ্রীধরপুর গ্রামে বসবাস গ্রহণ করেন। কবিতা পড়তে ও লিখতে ভালবাসে তাই শখের বশে মাঝে মধ্যে লেখা লেখী করেন।