ঘাত
-বর্ণ
♥♥♥♥
ঝড়ের মতোই এলে তুমি শুষ্ক এলোকেশে,
ভুবনেরে ভুলিয়ে দিলে মুচকি হেসে হেসে।
এই হৃদয়ের নাও ভাসালে গানেরই গঙ্গায়,
হৃদয় আমার উঠলো দুলে সুরের মূর্ছনায়।
তুমি যখন সুর দিয়েছ আমার লেখা গানে,
তাল দিয়েছ লয় দিয়েছ গানেরো যৌবনে।
তখন আমি ভেসে বেড়াই সুরের ও ধারায়,
আহা কি সুর!আহা কি গান!মরি হায় হায়!
হঠাৎ তুমি সুর থামালে থামিয়ে দিলে গান,
বেসুরো এক দৈত্য হয়ে থেতলে দিলে প্রাণ।
তুমিই যখন দিলে শেষে ঘাতের পরে ঘাত,
সাহস করে হয়নি আমার করাই প্রতিবাদ।
বিভোর হয়ে চেয়ে রহি কি ভোর আজি হে,
ভোরের বেলা নাই’ক রবি পূবের আকাশে।
তুমি ছাড়াই বইছে সময় একলা রয়ে-রয়ে,
একলা পুরো জীবন কাটে কষ্ট সয়ে-সয়ে।
♥♥♥♥
কবি পরিচিতি-
কবির নাম রেদওয়ান আহমেদ। তিনি রংপুর বিভাগের নীলফামারী জেলা,কিশোরগঞ্জ থানায় ১৯৯৬ সালের ৮ই আগস্ট জন্মগ্রহণ করেন।পিতা মোঃ রফিক উদ্দিন ও রানী বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়।নিকটস্থ বিন্যাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং বিন্যাকুড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক ও বিজ্ঞান বিভাগে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন।২০১২ সালে এসএসসি পাশ করে পরবর্তীকালে রংপুর সরকারি কলেজে পড়াশোনা শুরু করেন এবং একই সাথে রংপুর টাউনহলে অবস্থিত “অভিযাত্রিক” নামক সাহিত্য সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে সাহিত্য চর্চা শুরু করেন।২০১৫ ইং সালে জানুয়ারি মাসে বাংলাদেশ সেনাবাহিনী মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষে অদ্যাবধি দেশের একটি পদাতিক ব্যাটালিয়নে কর্মরত আছেন। মুলত ছোট গল্পের প্রতি ঝোঁক থাকলেও কবিতা,সনেট, ছড়া, উপন্যাস সহ সাহিত্যের সকল শাখার অবাধ বিচরণ রয়েছে। সাহিত্যে প্রেরণা দানকারী মাতা সমতুল্য মৃত লাবনী আক্তার,মৃত এম এ বাশার এবং ফারুক প্রধান প্রমুখ।