প্রেম
-অ্যাডভোকেট সূবর্ণা সীমা
♥♥♥♥♥♥♥
ভোরের নরম বাতাস বহিছে
কিযে সুন্দর কৃষ্ণচূড়া ঝড়ছে।
দিবসের রজনি কাটিয়া গেলো
মিষ্টি মধুর শুভ সন্ধ্যা।
সাগরের বুকে উওাল ঢেউ,
জোয়ার ভাটায় গর্জে উঠে।
সাগরের নোনাজলে তুমি আর আমি,
ভেসে যাই সাগরের গভিরতায়।
পাহাড়ের বুকের সবুজ নিলিমায়,
ঝর্ণা ঝড়ে নির্জনতায়।
মিশে যায় নদীর মোহনা,
চুপচাপ নিরবতা কেউতা বোঝেনা।
এমনি সুন্দর সন্ধ্যা একি
হৃদয়ের ছন্দোবদ্ধ রচনা।
নাকি হৃদয়ের ভিতরে গভীর
প্রেমের রশ্নি আলপনা।
সন্ধ্যা হলে ঝিঝি পোকারা,
ডেকে বলে বনবাধারে নাই কোন বাঁধা।
মনের সুখে উড়ি মোরা,
আলোর দ্বীপ জ্বেলে।
পাহাড়ের নির্জনতায় প্রকৃতির
ছোঁয়ার মিলন ঘটিবে।
শেষ বিকালের সংগীতে,
তোমাকে ডাকিয়া বলিবো
ভালোবাসি শুধু তোমাকে।
হৃদয় প্রান্তরে তব সিগ্ধতায়,
প্রদীপ জ্বেলেছি মনে।
ভালোবাসি – ভালোবাসি – ভালোবাসি
রয়েছো তুমি এ অন্তর জুড়ে ।
কাঁপিয়া কাঁপিয়া বাতাস বহে,
ঘোর সন্ধ্যার লগনে।
আঁধারের গাঁয়ে আলো জ্বলে
জোনাকি পোকার সমিরনে।
সন্ধ্যায় বাঁশির সুর বাজিয়া উঠে,
আমার দুটি কানে কৃষ্ণচূড়ার।
ঝিড়ি ঝিড়ি বাতাস বহিছে
হৃদয়ের সমিরনে।
♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
নাম – সূবর্ণা সীমা, জম্ম – ০৬/০৪/১৯৮৪ ইং, পেশা – আইনজীবী, বাসিন্দা – ঢাকা বাংলাদেশ