আপন মানুষ

-এম এ হাসান

♦♦♦♦♦♦♦♦♦

সে এক আজব মিস্ত্রি।
সম্পর্কের শিল্পে গড়ছে – স্বামী স্ত্রী।।
ঘুমন্ত আদমের বুকের,
টুকরার ধণে গড়ি।
এক মানুষের দুই ছবি – স্বামী স্ত্রী।
সম্পর্কের নাই রে অভাব,
পিতা মাতা ভাই বোন সব।
মানুষ বিনে হয় কি আভাষ,
কোন আত্মীয়ের জন্ম বসত।
উৎপাদনের সেই কারখানা,
বিনে কে গড়িস কোন – প্রিয়শ্রী।
দম্পতিহিন হয় না মানুষ – কিসের কাচারী!
এ বড় না সে বড় করিস,
তর্কের পাহাড়ে তুই মরিস।
সার্কিটের কামের জন্যি,
নিজে মাদারবোর্ডটা গড়িস।
বিজলী হীন তুই কি চালাবি!
না চমকিলে সেই – চিঙ্গারি,
শ্রেষ্ঠ সম্পর্কের নিদর্শনে – পুরুষ আর নারী।

♦♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি-
নাম : এম এ হাসান। পিতা- মৃত এ হাসেম। মাতা- মৃত আমেনা বেগম। গ্রাম- চাঁচড়া মধ্যপাড়া। পোষ্ট-চাঁচড়। থানা-সদর। জেলা-যশোর। শখ- প্রকৃতি দেখা। পেশা- ফটো গ্রাফার। পড়া- এস এস সি। সেচ্ছাসেবা: ব্যক্তিগত উদ্যোগে নিম্নমধ্যবৃত্ত অসহায় নারীদের সহযোগিতার জন্য “মা কর্মসূচি” পরিচালনা। প্রাপ্তি- বিভিন্ন সংস্থা হতে চারুশিল্পের উপর পুরস্কার প্রাপ্তি।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*