গুণীদের দ্বারা কবিতার পাতা অমর
-আবুল হাসমত আলী
♠♠♠♠♠♠♠
কবিতার পাতা আমার অভিভাবক,
কবিতার পাতা আমাকে দিয়েছে অনুপ্রেরণা;
আমি দিনে দিনে হয়েছি সমৃদ্ধ,
কবিতার পাতার উৎসাহ ছাড়া তা হতো না।
প্রিয় কবিতার পাতা ! তুমি ভরিয়েছ,
আমায় তোমার উদার মাতৃস্নেহ দিয়ে;
তোমার স্নেহ পেয়ে আমি,
হৃদয়ের অব্যক্ত কথা এনেছি কলমে।
প্রিয় কবিতার পাতা ! আমি কৃতজ্ঞ,
তোমার পরিবারে আমার হয়েছে স্থান;
তোমার অফুরন্ত আশীর্বাদে,
আমি লাভ করেছি গুণীজনের সম্মান।
প্রিয় কবিতার পাতা ! যেদিন যুক্ত হয়েছিলাম,
সেদিন তোমার সদস্য ছিল মাত্র চারশো কত;
এখনো এক বছর অতিক্রান্ত হয় নাই আমার
এরই মধ্যে তোমার সদস্য চোখে পড়ার মতো।
তোমার ঘটেছে বিভিন্ন দিকে বিস্তার,
যার মধ্যে উল্লেখযোগ্য ‘কবিতার পাতা ডট কম’ ;
যেটা তোমার গৌরবময় ওয়েব ম্যাগাজিন ,
সেথায় লেখা পাঠিয়ে আমরা আনন্দ পাই চরম।
প্রিয় কবিতার পাতা ! ছিলে তুমি চারা গাছ,
এখন হয়েছ বিশাল এক বৃক্ষ;
চারিদিকে ছড়িয়েছে তোমার ডালপালা,
দুই বাংলা থেকে বিশ্বে ক্রমশঃ।
শেক্সপিয়ার, তাঁর এক অতি প্রিয় বন্ধুকে ,
অমর করে রাখলেন তাঁর ১৮ নম্বর সনেটে।
সেইরূপ কবিতার পাতার গুণীজনেরা,
অমর করে রাখবেন কবিতার পাতাকে ।
♠♠♠♠♠♠♠
কবি পরিচিতি:
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অন্তর্গত এরুয়ার গ্রামে ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি আমার জন্ম। পিতা শেখ আতর আলি, একজন ক্ষুদ্র কৃষিজীবী । মাতা_ ইন্নান্নেসা বিবি,একজন গৃহকর্ত্রী। আমি পেশায় গৃহশিক্ষক । আমি একটু-আধটু লেখালিখি ও পড়াশোনা করতে পছন্দ করি ।আমি প্রকৃতি ভালবাসি । ভালবাসি মানুষকে । মানুষ মানুষকে সম্মান করবে । কেউ কারো উপর অন্যায় অত্যাচার করবে না । এমন একটা সুন্দর সমাজ ব্যবস্থা থাকবে যেখানে কেউ কাউকে শোষণ করবে না, সকলেই স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে পারবে। সেই সঙ্গে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমি পছন্দ করি ।