ভালোবাসার অপর নাম তুমি
-সুজিত ঘোষ
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
তোমার মুখের মিষ্টি হাসিতে
কাটে আমার সারা দিন
থাকে না কোন মনেরে কষ্ট
তোমার মুচকি মিষ্টি হাসিতে।
তোমার চোখের ভাষাতেই
কাটিয়ে দিবো সারাজীবন
নিজেকে আজ সঁপে দিলাম
তোমার ভালোবাসার মাঝে।
কষ্ট যদি পাও তুমি
আমার কারণে হিসেবে কষে
রেখো তুমি তোমার মনের ভিতরে
সময় বুঝে আমায় তুমি করো শাসন।
তোমার ভালোবাসার মাঝে নিজেকে
হারিয়েছি আমি বুঝিনা আর অন্য কিছু
বুঝে শুধু আমার অবুঝ মন
তোমায় ভীষণ ভালোবাসে।
তোমার ঘ্রাণে পাগল আমি
তাই তোমার কাছে ছুটে যায় বারবার
ফুলের মত ফুটে আছো তুমি
আমার মনের আকাশে।
তোমায় ভালোবাসে আমি খুশিতে পাগলপাড়া
তোমার দেখায় তোমার আলতো ছোঁয়ায়
মন হয়ে যায় শীতল তোমায় নিয়ে কাটাবো আমরণ
তুমি আমার ভালোবাসার অপর নাম।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি-
সুজিত ঘোষ, বাংলাদেশের উত্তরবঙ্গের নাটোর জেলার বাসিন্দা। চাকুরির পাশাপাশি বহু দিন থেকে লেখালিখির মধ্যে নিজের অবসর সময় কাটাই।