আমি যেদিন বৃদ্ধা হবো

-পপি প্রামানিক

⇔⇔⇔⇔⇔⇔

আমি যেদিন বৃদ্ধা হবো——
বাসবে ভালো আগের মতো?
পড়বে মনে বসন্ত বেলা,
নাকি মনের মাঝে জমবে তখন সহস্র হেলা?
সেদিন মুখে ফুটবে না আর প্রেমের গল্প,
থাকবে না কোনো রোমান্টিকতা,
হয়তো সেদিন ভুলেই যাবো —-
প্রথম জীবনের রঙিন দিনের স্বপ্নগাঁথা।
আমি যেদিন বৃদ্ধা হবো—–
বাসবে ভালো আগের মতো?
আলতো ছুঁয়ে বসবে পাশে,
রাখবে হাতে হাত?
সেদিন থাকবে না আর যৌবন উন্মাদনা
ইচ্ছেগুলোও থাকবে না আর মনে—–
হাসতে হয়তো ভুলেই যাবো—–
সৌন্দর্যটুকুও মিলিয়ে যাবে স্বচ্ছ চামড়ার ভাঁজে।
আমি যেদিন বৃদ্ধা হবো—–
বাসবে ভালো আগের মতো?
সেদিন থাকবে না যে দেহের চাওয়া,
থাকবে শুধু মনের মাঝে কাঙ্খিত এক স্বপ্ন সিঁড়ি।
শরীরে থাকবে না সুগন্ধি মাখা ——
হয়তো সেদিন টোল পড়বে গালে,
মায়াবী দৃষ্টিতে রইবে চেয়ে —-
প্রেমের জোয়ার লাগিয়ে পালে।
আমি যেদিন বৃদ্ধা হবো—–
বাসবে ভালো আগের মতো?
বিশেষ দিন কি থাকবে মনে ——-?
আগের মতো পেছন থেকে চোখটি ধরে —–
দিবে কি আমায় গোলাপ হাতে?
দৃষ্টি তখন ঝাপসা থাকায় চশমা দিয়ে চোখে,
হৃদয়ের ঢেউ আগলে রেখে দেখবো তোমায় চেয়ে।
আমি যেদিন বৃদ্ধা হবো—–
বাসবে ভালো আগের মতো?
হয়তো কোনো বিকেল বেলা আমায় নিয়ে ছাদ বাগানে বসবে- তুমি পাশে?
বেলী কিংবা সন্ধ্যা মালতী তুলবে কি নিজ হাতে?
আমি তখন চায়ের কাপে চুমুক দিয়ে রইবো চেয়ে অপলকে,
তুমি কি তখন ফুলটি দিবে আমার সাদা চুলের খোঁপায় গুঁজে?
আমি যেদিন বৃদ্ধা হবো—–
বাসবে ভালো আগের মতো?
মুখের পানে রইবে চেয়ে অপলক ঐ দৃষ্টি দিয়ে—-
অসুস্থতায় ওষুধগুলো খাইয়ে দিবে নিজের হাতে?
তপ্ত হৃদয় সিক্ত হবে তোমার ছোঁয়ায় ——–
অসুখগুলো যাবেই বুঝি উবে,
বাচালতা করবো না আর রইবো মুখটি বুঁজে।
আমি যেদিন বৃদ্ধা হবো—–
হয়তো তুমি থাকবে ঠিকই আগের মতো—–
শেষ বেলাতেও আগলে রেখে বাসবে আমায় ভালো,
অন্তিম কালে তোমায় রেখে যাবো চলে ——
যেদিন নিভবে আমার নয়ন আলো।

⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতঃ
পপি প্রামানিক, সহকারী শিক্ষক, পিতাঃ আশুতোষ প্রামানিক, মাতাঃ কানন বালা প্রামানিক, স্বামীঃ বিশ্বজিৎ সাহা
বর্তমানে আমি দুই সন্তানের জননী। অবসরে উপন্যাস ও কবিতা পড়তে পছন্দ করি। বর্তমানে অন লাইনে একটু লেখালেখির সাথে যুক্ত আছি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*