বঙ্গাবতার
-এম এ হাসান
♥♥♥♥♥♥♥
তুমি মায়া বিছানো সবুজ ভূমির
হৃদ স্পন্দন হয়ে।
প্রতি বাঙালির মনে স্বপ্নে ভাসা
জাগরণের জোয়ার বয়ে।
তুমি কৃষকের হাতে সোনালী ফসল
কৃষানির ভরা কলোসি।
পালতোলা মাঝির ঢেউ ভাঙা পথের
পাখির গানের ঊষসী।
তুমি মায়ের ভাষা বাঙালির মুখে
রেখে যাওয়া অম্লান।
জীবন সংগ্রামে বয়ে চলা বীর
রচিত জয়ের তুফান।
তুমি আঁধার সরিয়ে চমকিত বজ্র
তরঙ্গিত এক জোয়ার।
স্বাধীনতার স্বাদ ষোড়শী উদ্দ্যমের
দিয়েছো সোনা বাংলার।
তুমি নরক বন্ধি কোটি স্বপনের
বিজয়ের হাতিয়ার।
ভালোবাসার চাদরে স্নেহ আদরের
রক্ষক নিরন্তর।
তুমি বঙ্গবন্ধু বিধাতার প্রেরিত
বাংলার অবতার।
আছো সবুজ জমিনে রক্তের লালে
সম্মান পতাকার।
♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
নাম : এম এ হাসান। পিতা- মৃত এ হাসেম। মাতা- মৃত আমেনা বেগম। গ্রাম- চাঁচড়া মধ্যপাড়া। পোষ্ট-চাঁচড়।
থানা-সদর। জেলা-যশোর। শখ- প্রকৃতি দেখা। পেশা- ফটো গ্রাফার। পড়া- এস এস সি। সেচ্ছাসেবা: ব্যক্তিগত উদ্যোগে নিম্নমধ্যবৃত্ত অসহায় নারীদের সহযোগিতার জন্য “মা কর্মসূচি” পরিচালনা।
প্রাপ্তি- বিভিন্ন সংস্থা হতে চারুশিল্পের উপর পুরস্কার প্রাপ্তি।