জীবন তরী

-মৌটুসী চৌধুরী

♥♥♥♥♥♥♥

জীবন স্রোতে ভাসিয়ে দিলেম ,

জীবন তরী হয়ে হাতটি ধরে ভরসা দিলে বললে ,

তুমি আছো পাশে।

স্রোতের পানে যাব মোরা ,

ভালোবাসা যদি পাই স্রোতের বিপরীতে আছি আমি মনে একটু ঠাই পাই।

মনে দুঃখ চোখে জল আনবে যখন আমার ,

নদীর কূলসম পিতৃকুল ছেড়ে এসেছি মনে পড়বে তোমার ।

দুঃখ হয়ে কালো মেঘের ছটা ঘিরবে যখন আকাশ,

সঙ্গী তোমার আমি আছি ,ভয়ের কোনো নেই অবকাশ ।

জীবন তরীর পালটি হয়ে দিকটা দেখাই আমি

হালটি হয়ে জীবন তরী সামলে নেবে তুমি ।

ছোট্ট মোদের জীবন তরী এঁকেবেঁকে চলে আজ

কখনো প্লাবন কখনো নির্মল তবুও ভালোবেসে এগিয়ে চলায় কাজ ।।

♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি :-

মৌটুসী চৌধুরী । জন্ম ও বড় হওয়া আসানসোল শহরে । স্বামীর চাকরি সূত্রে গত ১৬ বছর ধরে রাঁচি শহরের বাসিন্দা । তিনি একজন গৃহ বধূ ও দুই সন্তানের মা । তিনি অল্প সল্প লিখে থাকেন । তিনি বেশি কথা বলেন না , তাই মনের বিচার গুলি লেখার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেন ।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*