মেঘলা দিন
-মোসতাইন করিম মোজাদ্দেদ
♦♦♦♦♦♦♦♦
মেঘলা আকাশ, মেঘলা দিন
বারি ঝরে সীমাহীন,
ডুবছে বাড়ি,ডুবছে ঘর
শীতে কাপছি থরথর,
দাগ কেটে মন আশা হীন
অলস দুপুর প্রতিদিন।
নৌকো চলে পথে ঘাটে,
ধরছি মাছ বারির বাটে।
মেঘলা আকাশ, মেঘলা দিন
হারিয়ে খুঁজি বর্ষাদিন।
অবসর হলেও লাগে ভালো,
ব্যাঙের ডাক শোনা গেলো।
প্রকৃতি আজ এলোমেলো,
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলো।
প্রকৃতি তাতে সরব হলো,
ছেলের দল নাইতে গেলো।
প্রেমেতে মন অবিরল
দিন কীভাবে ফুরোই বল?
♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতিঃ মোসতাইন করিম মোজাদ্দেদ। জন্ম ও বড় হয়েছি ঢাকার মিরপুরে। বর্তমানে ফরিদপুর শহরের বাসিন্দা। আমি একজন ছাত্র।বিএ( অনার্স ) বাংলা সাবজেক্ট নিয়ে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছি।টুকটাক লেখালেখি করি।কয়েকটি ম্যাগাজিনে আমার বেশ কয়েকটি কবিতা ছাপা হয়েছে।